লোহিত সাগরে ইরানি জাহাজে হামলা

  07-04-2021 06:23PM

পিএনএস ডেস্ক : লোহিত সাগরে ইরানের একটি কার্গো জাহাজে হামলা চালানোর ঘটনা ঘটেছে।

বুধবার (০৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে লোহিত সাগরে এমবি সাভিজ নামের এই জাহাজে হামলার ঘটনা ঘটে।

দেশেটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত কয়েক বছর ধরে জাহাজটি লোহিত সাগরে অবস্থান করছে। ওই আধা-সরকারি সংবাদমাধ্যমের দাবি, সমুদ্রে জলদস্যুদের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেখানে অবস্থানরত ইরানি কমান্ডোদের সহায়তার জন্য জাহাজটি সেখানে মোতায়েন রেখেছিল তেহরান।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেন, সাভিজ আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় নিবন্ধিত একটি নন-সামরিক জাহাজ, যা লোহিত সাগরে ইরানের ‘লজিস্টিক স্টেশন’ হিসেবে কাজ করছিল।

এই ঘটনায় কোনও হতাহত হয়নি, এবং কীভাবে এই ঘটনাটি ঘটেছে তাও বলতে পারেননি তিনি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন