ভারতে একদিনেই করোনা শনাক্ত ১,৫২,৮৭৯

  11-04-2021 11:08AM


পিএনএস ডেস্ক: ভারতে একদিনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। আজ রবিবার সকালে জানানো হয়েছে, এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ১,৫২,৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ৯০ হাজার ৫৮৪ জনের এবং মৃত্যু হয়েছে ৮৩৯ জনের।

করোনাভাইরাস সংক্রমণ হারের ঊর্ধ্বগতি রোধে ভারতের বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার দিল্লি সরকারও নতুন বিধিনিষেধ আরোপ করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে ৩০ এপ্রিল পর্যন্ত আরোপিত বিধিনিষেধ কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার মধ্যে আছে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা যাবে না।

ভারতের যেসব রাজ্যে করোনা সংক্রমণের হার বেশি তার মধ্যে অন্যতম মহারাষ্ট্র। রাজ্যটিতে সপ্তাহব্যাপী লকডাউন আরোপ করা হয়েছে।সূত্র: এনডিটিভি


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন