ইরানের পারমাণবিক কেন্দ্রে সন্ত্রাসী হামলা

  12-04-2021 10:10AM


পিএনএস ডেস্ক: ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির নাতাজ পারমাণবিক কমপ্লেক্সে এই হামলা হয়। ফলে বিদ্যুৎ বিপর্যয় ঘটে বলে দাবি করেছে দেশটি। ইরান বলেছে, ‘এর জবাব দেওয়ার অধিকার তাদের আছে’। খবর বিবিসি’র।

তবে এ ঘটনার পেছনে দেশটি কাদের দায়ী করছে এবং কিভাবে এর জবাব দিতে চায়, তা পরিষ্কার করেনি।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, ‘নাতাজ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার মাধ্যমে ইরানবিরোধীদের অক্ষমতারই প্রকাশ ঘটেছে। এ ঘটনা তারাই ঘটিয়েছে, যারা ইরানের ওপর থেকে পরমাণু চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠে যাক, তা চায় না।’

তিনি আরও বলেন, ‘এ হামলার জবাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর এবং আন্তর্জাতিক পরমাণু কমিশনের ভূমিকা দেখতে চায় ইরান।’

রবিবার ভোরের দিকে ইরানের এই পারমাণবিক স্থাপনার বিদ্যুৎ সংযোগ চলে যায়। এর আগে গত বছরের জুলাই মাসে একই স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

রবিবার এ ঘটনার পরে ইরানের পরমাণু কমিশনের মুখপাত্র বেহরুজ কামালাফেন্দি ফার্স নিউজকে বলেছেন, ‘এ ঘটনায় কোনও প্রাণহানি বা পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটেনি।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন