সুচির বিরুদ্ধে ৬ মামলা

  14-04-2021 08:49PM

পিএনএস ডেস্ক : মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচিকে আদালতে একের পর এক মামলা দিয়ে জর্জরিত করছে সেনাসরকার। জানা গেছে, শান্তিতে নোবেল জয়ী এই নেতার বিরুদ্ধে এখন পর্যন্ত ছয়টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচটি নেপিদুতে এবং একটি ইয়াঙ্গুনে।

তার আইনজীবী মিন মিন সোয়ে রাজধানী নেপিদুতে মামলার শুনানির পর বলেছেন, সুচি যাতে আর কখনোই নির্বাচনে প্রার্থী হতে না পারেন সেজন্যই তার বিরুদ্ধে একের পর এক ফৌজাদারি মামলা দায়ের করা হচ্ছে। এ সব মামলা আদালতে চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোররাত থেকে কোনও গোপন জায়গায় আটক করে রাখা হয়েছে নোবেলজয়ী নেত্রীকে। মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া শত শত মানুষকে আটক করে রাখা হয়েছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন