নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দি মুক্তি পাচ্ছেন!

  18-04-2021 12:39PM


পিএনএস ডেস্ক: মিয়ানমারে প্রতি বছর নববর্ষ উপলক্ষে অনেক বন্দিকে মুক্তি দেওয়া হয়। এই রীতি অনুসারে ২৩ হাজার বন্দিকে মুক্তি দেবে জান্তা সরকার। তবে বিক্ষোভকারীরা মুক্তির তালিকায় আছেন কি না, তা নিশ্চিত নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারাগার কর্মকর্তা জানান, 'ইয়াঙ্গুনের একটি কারাগার থেকে প্রথম দিন ৮০০ বন্দিকে মুক্তি দেওয়া হবে। ২৩ হাজার বন্দিকে শনিবার (১৭ এপ্রিল) থেকে ধাপে ধাপে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।'

উল্লেখ্য, মার্চ মাসে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রায় ৯০০ বন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার। এদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন