তারাবির নামাজরত অবস্থায় গুলি চালিয়ে একই পরিবারের ৮ জনকে হত্যা

  18-04-2021 05:07PM

পিএনএস ডেস্ক : আফগানিস্তানে মসজিদে তারাবির নামাজের সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে এই ঘটনা ঘটেছে।

প্রদেশটির গভর্ণর জিয়াউল হক আমারখিল জানিয়েছেন, শহরের জালালাবাদে বন্দুক হামলা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আমারখিল বলেন, তারাবির নামাজের সময় গুলি চালানো হয়। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, জমি নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে।

আফগানিস্তানে জমিজমা নিয়ে প্রায়ই বিরোধ হয়ে থাকে। আফগানিস্তানে প্রতিশোধমূলক হত্যা সাধারণ ঘটনা। বিচারপ্রার্থী পরিবারের সদস্যরা প্রায়ই সহিংস পথ অবলম্বন করে থাকে প্রতিপক্ষের বিরুদ্ধে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন