ভারতে করোনায় টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক মৃত্যুতে শীর্ষে

  20-04-2021 09:34AM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। এরই মধ্যে পরিস্থিতির চরম অবনতি হতে শুরু করেছে। এই ভাইরাসের তাণ্ডবে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় দৈনিক মৃত্যুতে বিশ্বের শীর্ষে দেশটি। গত ২৪ ঘণ্টায় (সোমবার) দেশটিতে ১ হাজার ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা গেল বছরের জুনের পর সর্বোচ্চ।

এর পাশাপাশি প্রায় আড়াই লাখ মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এরমধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখেছে মহারাষ্ট্র। রাজ্যটিতে প্রাণ গেছে ৫ শতাধিক মানুষের। রোগী শনাক্ত হয়েছে ৬০ হাজারের বেশি। এরপরই রয়েছে ছত্তিশগড়। রাজ্যটিতে মৃত্যু হয়েছে ১৭০ জনের। আক্রান্ত প্রায় ৬০ হাজার।

অন্যদিকে ২৪ ঘণ্টায় দেড়শ’র বেশি মৃত্যু দেখেছে দিল্লি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘোষিত ৬ দিনের লকডাউন চলছে সেখানে।

ভারতে করোনায় মোট মৃত্যু ১ লাখ ৮০ হাজার। সংক্রমিত দেড় কোটির ওপর।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন