ভারতে করোনায় একদিনে রেকর্ড ১৭৬১ জনের মৃত্যু

  20-04-2021 12:37PM

পিএনএস : ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক প্রাণহানি হয়েছে। করোনায় একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬১ জন।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছিলেন।

এখন পর্যন্ত ভারতে মোট করোনা পজিটিভ ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জন। তার মধ্যে বর্তমানে অ্যাক্টিভ কেস ২০ লাখেরও বেশি।

ভারতে সবচেয়ে করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হল-মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।

ভারতের করোনার হটস্পট মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৮ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৬৮ হাজার ৬৩১ জন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন