সাবেক জেনারেলদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান রুহানির

  20-04-2021 03:23PM


পিএনএস ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির সামরিক বাহিনীর সাবেক জেনারেলদের রাজনীতি থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আগামী ১৮ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক কয়েক জন জেনারেলের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশের পরিপ্রেক্ষিতে এই আহ্বান করেন তিনি।

সোমবার মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট রুহানি তার আহ্বানে বলেন, 'আমাদের সামরিক বাহিনীর দায়িত্ব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সাথে সাথে রাজনীতির সাথেও যুক্ত না থাকাও তাদের দায়িত্ব।'

তিনি আরো বলেন, সামরিক বাহিনীর সদস্যদের মিশন হচ্ছে জাতির সার্বভৌমত্ব ও জনগণের নির্বাচিত সরকারকে সুরক্ষা দেয়া।

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সামরিক বাহিনী বেশ কয়েক জন সাবেক কর্মকর্তার প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশে উদ্বিগ্ন প্রেসিডেন্ট হাসান রুহানির নেতৃত্বাধীন সংস্কারপন্থী জোট। এর মাধ্যমে ভবিষ্যতে দেশটি সামরিক সরকারের অধীনে পরিচালিত হতে পারে বলে শঙ্কা করছেন তারা।

অবশ্য ইরানে নির্বাচনে দেশটির সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কোনো সাংবিধানিক বিধিনিষেধ নেই। শুধু সামরিক বাহিনীতে দায়িত্বরত অবস্থায় কোনো সদস্যের দেশটিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

ইরানের সংস্কারপন্থী রাজনৈতিক জোট এই বছরের নির্বাচনে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে ঘোষণা করেনি। দুই দফা দায়িত্ব পালনের কারণে ইরানের নির্বাচনী আইন অনুযায়ী প্রেসিডেন্ট রুহানি টানা তৃতীয়বার আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সূত্র : মিডল ইস্ট মনিটর

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন