কিউবার নতুন নেতা মিগুয়েল

  20-04-2021 05:30PM

পিএনএস ডেস্ক : মিগুয়েল দিয়াজ ক্যানেল সোমবার কিউবার সর্ব-ক্ষমতাসম্পন্ন কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। পার্টির ঘোষণায় এ কথা বলা হয়েছে। এর মধ্যদিয়ে দেশটিতে ছয় দশকের ক্যাস্ট্রো শাসনের অবসান ঘটল। কারণ রাউল ক্যাস্ট্রো (৮৯) অবসরে গেছেন।

দিয়াজ ক্যানেল (৬০) ২০১৮ সাল থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিউনিস্ট পার্টি অব কিউবা (পিসিসি)’র এক বিবৃতিতে বলা হয়েছে, মিগুয়েল দিয়াজ ক্যানেল কমিউনিস্ট পার্টি অব কিউবার সেন্ট্রাল কমিটির ফার্স্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

এদিকে গত শুক্রবার দলের উদ্দেশ্যে দেয়া চূড়ান্ত ভাষণে ক্যাস্ট্রো যুক্তরাষ্ট্রের সাথে শ্রদ্ধাপূর্ণ আলোচনা ও নতুন ধরনের সম্পর্ক গড়ার আগ্রহ ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ১৯৬২ সাল থেকে কিউবার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। তবে তিনি দেশটির বিপ্লব ও সমাজতন্ত্রের নীতি ত্যাগ না করার ওপর জোর দেন।

ফিদেল ক্যাস্ট্রো ১৯৫৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কিউবার নেতৃত্ব দেন। তার অসুস্থতার পর ভাই রাউল ক্যাস্ট্রো দায়িত্ব নেন। পার্টির নেতৃত্বে এই প্রথম একজন বেসামরিক নেতা এলেন। আর তিনি ক্যাস্ট্রো বলয়ের বাইরের একজন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন