স্থগিত হল নন্দীগ্রামের ফল ঘোষণা

  02-05-2021 08:54PM

পিএনএস ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত করা হয়েছে। রোববার (২ মে) রাতে এ ঘোষণা দেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব। খবর: আনন্দবাজার পত্রিকা।

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাবের বরাত দিয়ে খবরে বলা হয়, নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার।

সন্ধ্যায় সংবাদসংস্থা এএনআই জানিয়েছিলো, ১,২০০ ভোট জিতেছেন মমতা। কিন্তু পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, শুভেন্দু জিতেছেন। তা নিয়ে মমতা জাানান, কিছু অনিয়ম হয়েছে। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। তারই মধ্যে তৃণমূলের পক্ষ জানানো হয়, এখনো নন্দীগ্রামে গণনা চলছে।

পরে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব ওই আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন