তালেবানের হামলায় ৭ আফগান সেনা নিহত

  04-05-2021 03:12AM

পিএনএস ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবানের হামলায় কমপক্ষে ৭ সেনা নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ১ মে’র মধ্যে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার ঘোষণার পর থেকেই সাম্প্রতিক সময়ে হামলার ঘটনা বেড়ে গেছে।

এক ভিডিও বার্তায় ফারাহ প্রদেশের গভর্নর তাজ মোহাম্মদ জাহিদ বলেন, তালেবান একটি আর্মি পোস্টে হামলা চালিয়েছে। তারা কাছাকাছি একটি বাড়ি থেকে ৪০০ মিটার গভীর সুরঙ্গ খুড়েছে। তালেবানের সদস্যরা এক সেনাকে ধরে নিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে ওই হামলার দায় এখনও স্বীকার করেনি তালেবান এবং এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে কোনো মন্তব্যও করা হয়নি।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। প্রায় ২০ বছর ধরে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনা মোতায়েন ছিল। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সেখান থেকে সেনা প্রত্যাহারের কাজ চলবে। বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে হামলার সংখ্যা বেড়ে গেছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন