ব্রাজিলে চাপাতি দিয়ে নার্সারি স্কুলের ৫ জনকে হত্যা

  05-05-2021 01:46PM

পিএনএস ডেস্ক : দক্ষিণ ব্রাজিলের একটি নার্সারি স্কুলে ১৮ বছর বয়সী এক যুবকের চাপাতি হামলায় মারা গেছে পাঁচজন।

ভুক্তভোগীদের মধ্যে দুই বছরের নিচে তিন শিশু এবং দুই কর্মী রয়েছেন। চার শিশু সামান্য আঘাত পেয়েছে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এই হত্যাকাণ্ডের পর একই অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই হামলাকারী। ঘটনাটি ঘটেছে সান্তা ক্যাটারিনা রাজ্যের ছোট শহর সাউদাদেসেতে।

কর্মকর্তারা জানান, ঘটনার সময় ওই স্কুলে কয়েক ডজন শিশু ছিল। তাদেরকে লুকিয়ে রাখতে চেষ্টা করেন কর্মীরা।

মিলিটারি পুলিশ জানায়, স্থানীয় সময় ১০টা ৩৫ মিনিটে তারা প্রতিবেশীদের কাছ থেকে বেশ কয়েকবার কল পান। তাদের জানানো হয়, চাপাতি হাতে এক লোক নার্সারি স্কুলে প্রবেশ করেছে এবং কর্মী ও শিশুদের ওপর হামলা করেছে।

পুলিশ আরও জানায়, হামলাকারীর নাম জানা যায়নি। সে প্রথমে স্কুলে থাকা শিক্ষকদের আক্রমণ করে। একটি শ্রেণিকক্ষের শিশুদের আক্রমণ করা হয় বলে জানায় তারা।

নার্সারি স্কুলটি সাউদাদেসের কেন্দ্রে অবস্থিত। শহরটিতে ৯ হাজার লোকের বসবাস। স্কুলটিতে তিন বছরের নিচের শিশুদের পড়ানো হয়।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন