নতুন করে শুনানি চান ফ্লয়েডের হত্যাকারী

  05-05-2021 06:17PM

পিএনএস ডেস্ক : জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন আবার শুনানির জন্য অনুরোধ করেছেন।

বিবিসি জানিয়েছে, চাওভিনের আইনজীবীরা আদালতের কাছে অভিযোগে বলেছেন প্রসিকিউটর এবং বিচারকদের থেকে ‘বাজে আচরণের’ শিকার হয়েছেন তিনি।

তার এক আইনজীবীর বক্তব্য এমন, ‘আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।’

সামনের মাসে যখন তার সাজা হওয়ার কথা তার আগেই তিনি আরেকবার শুনানির আবেদন করলেন।

জালিয়াতির অভিযোগে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার রাস্তায় ফ্লয়েডের গলায় প্রায় আট মিনিট হাঁটু চাপা দিয়ে তাকে হত্যা করেন চাওভিন। মৃত্যুকালে ফ্লয়েডকে বেশ কয়েকবার বলতে যায়- ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র জুড়ে ফেটে পড়ে বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ গোটা বিশ্বে বারুদের মতো ছড়িয়ে পড়ে সেই আন্দোলন।

ওই ঘটনায় সম্পৃক্ত থাকা চাওভিনের সঙ্গে থাকা আরও তিন পুলিশ অফিসার অ্যালেক্সান্ডার কুয়েং, টমান ল্যান ও তু থাওকে তখন বরখাস্ত করা হয়। ফ্লয়েডকে হত্যায় চাওভিনকে সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে হত্যায় সহযোগিতা করার মামলা হয়েছে। তবে তারা জামিনে মুক্তি পেয়েছেন আগেই।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন