শ্রমিকদের ফেরত নিতে ব্যর্থ চীন

  06-05-2021 02:05PM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা ‘চায়না লেবার ওয়াচ’ গত ২ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে চায়না লেবার ওয়ার্কস (সিএলডব্লিউ) বিদেশে আটকা পড়া প্রায় ১০০ চীনা শ্রমিকের মধ্যে ২২ জনের সাক্ষাৎকার গ্রহণ করে 'সাইলেন্ট ভিকটিমস: বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ওয়ার্কার্স স্ল্যাঙ্কড ওভারসিজ ইন দ্য নিউ করোনেশন এপিডেমিক' শিরোনামের ওই প্রতিবেদনে জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগ উঠেছে।

এই শ্রমিকরা কোরোনার কারণে ইন্দোনেশিয়া, আলজেরিয়া, সিঙ্গাপুর, জর্ডান, পাকিস্তান, সার্বিয়া এবং অন্যান্য দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরা মূলত বাড়ি ছেড়ে যাওয়ার জন্য উচ্চ বেতনের প্রতিশ্রুতি পেয়েছিল। তাদের বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে বিদেশের মাটিতে কাজ করতে বাধ্য করা হয়।

উহান থেকে করোনার সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর চীনা সরকার সব ধরনের বিদেশি ফ্লাইটের উপর বিধিনিষেধ আরোপ করে। এ কারণে ওই শ্রমিকরা বাড়ি ফিরতে পারেনি। তাছাড়া নিয়োগকর্তারাও তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করতে চায়নি। ওইসব শ্রমিকের কেউ কেউ আহত হয়ে কর্মক্ষমতা হারালেও উপযুক্ত চিকিৎসাও দেওয়া হয়নি। এছাড়াও একই কক্ষে গাদাগাদি করে থাকার কারণে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আহত শ্রমিকরা স্থানীয় চীনা কনস্যুলেটের সাথে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। কারণ এসব শ্রমিকদের সুরক্ষার বা দেশে ফেরত নেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি চীন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন