‘বাইরের মন্ত্রীরা পশ্চিমবঙ্গে এলে করোনা নেগেটিভ রিপোর্ট লাগবে’

  06-05-2021 08:48PM

পিএনএস ডেস্ক : এবার বাইরে থেকে মন্ত্রীদের কেউ পশ্চিমবঙ্গ রাজ্যে আসতে হলে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট দেখাতে হবে। বৃহস্পতিবার এ কথাই স্পষ্টভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

করোনার উদ্বেগজনক পরিস্থিতির কথা উল্লেখ করে বিজেপি সরকারকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‌করোনা পরিস্থিতির মধ্যেও এক দল এসেছিল।তারা চা খেয়েছে। তারপর চলে গিয়েছে।এবার থেকে যদি কোনও মন্ত্রীরা বাইরে থেকে আসেন, তাদের কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। যদি তাঁরা বিশেষ বিমানেও আসেন, তাহলেও তাঁদের ছাড় দেওয়া হবে না। করোনা ধরা পড়লেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। নিয়ম সকলের জন্যই সমান হওয়া উচিত। ’‌

রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব প্রসঙ্গে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন,‘‌২৪ ঘণ্টাও একটা সরকারের হয়নি। তার মধ্যে চিঠি চলে আসছে। তার মধ্যে টিম চলে আসছে। মন্ত্রী চলে আসছে। বিজেপির নেতাদের বলব সংযত হোন। মানুষের রায় মেনে নিন। মানুষের রায় মেনে নিতে পারেননি বলেই এই সব ঘটনা ঘটছে।’‌

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘উদয়ন গুহর হাত ভেঙে দিয়েছে। যেখানে বিজেপি ভালো ফল করেছে, সেখানেই হিংসা বেশি হচ্ছে। বিজেপি নিজেই গুণ্ডামি করেছে। আমাদের ছেলেদের বলব, শান্ত থাকো, বিজেপি নিজেই উসকানি দিচ্ছে। গতকাল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যখন গিয়েছিলাম, তখন কাউন্সিলার বাবাইকে বললাম, তোরা সবাই শান্ত আছিস তো?‌-বলল, আমরা কোথায় অশান্তি করছি। বিজেপিই তো অশান্তি করছে।’

বিজেপিকে কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌৬ মাস ধরে রাজ্যে এসে বাংলা দখল করতে গিয়ে ভারতকে পুরো ধ্বংস করে দিয়েছে। কই অক্সিজেন যখন রাজ্যের মানুষ পায় না, তখন টিম আসে না তো। ভ্যাকসিন যখন পায় না, তখন টিম আসে না তো। হাথরাসের ঘটনা হলে টিম আসে না তো। দিল্লির দাঙ্গায় মানুষ মরলে টিম আসে না তো।সাংবাদিক খুন হলে টিম আসে না তো।’‌

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন