ব্রাজিলে গোলাগুলি; নিহত ২৫

  06-05-2021 11:47PM

পিএনএস ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ‘গোলাগুলি’তে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

শহরের হাসারেইজিনহো এলাকায় মাদক পাচারকারীরা তাদের দলের জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে এমন খবরে পুলিশ সাদা পোশাকে অভিযান চালালে এই ‘গোলাগুলি’ হয়।

সংঘর্ষের সময় একটি মেট্রো ট্রেনের দুজন যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা প্রাণে বেঁচে যান।

রিও ডি জেনিরো পুলিশ আন্দ্রে লিওনার্দো ডি মেলো ফ্রিয়াস নামে তাদের একজন পরিদর্শক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তারা বলছে, ‘তিনি তার পছন্দের পেশাকে সম্মানিত করেছেন। আমরা তাকে মিস করবো।’

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই অভিযানে চিহ্নিত দলটি মাদক পাচার, ছিনতাই, খুন এবং অপহরণের সঙ্গে জড়িত।

প্রসঙ্গত, রিও ডি জেনিরো ব্রাজিলের অন্যতম একটি হিংসাত্মক রাজ্য। এর বিস্তীর্ণ অঞ্চল অপরাধীদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের বেশিরভাগই মাদক পাচারের শক্তিশালী দলের সঙ্গে জড়িত।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন