ইসরাইলি বিমান হামলায় সিনিয়র হামাস কমান্ডার নিহত

  12-05-2021 11:43PM

পিএনএস ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলায় হামাসের সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, সোমবার থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামাসের সশস্ত্র শাখার ১৬ সদস্যকে হত্যা করেছে ইসরাইল।

গাজা সিটির ব্রিগেডিয়ার কমান্ডারসহ ইসলামি জঙ্গিগোষ্ঠী গ্রুপের সিনিয়র সদস্যদের হত্যা করা হয়েছে জানিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘এটা মাত্র শুরু। আমরা তাদের ওপর এমনভাবে আক্রমণ করব যা তারা কল্পনাও করতে পারছে না।’

ইসরাইলি শহরে হামাসের রকেট হামলার পর এ ঘোষণা দেয়া হয়।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব এলাকায় উদ্ধারকাজে নতুন প্রস্তুতি শুরু হয়েছে।

আর হামাস তাদের কমান্ডার ও সদস্যদের নিহতের ঘটনা নিশ্চিত করেছে। হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, শত্রুদের সঙ্গে এবার প্রকাশ্যে যুদ্ধ হবে।

এদিকে ইসরাইলের বিমান হামলায় গাজায় একটি বহুতল ভবন ধসিয়ে দিয়েছে।

ইসরাইলের রাজধানী তেল আবিবের মারগু আরোনোভিক নামের ২৬ বছর বয়সী এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, পুরো ইসরাইল এখন হামলার মুখোমুখি। এটা খুবই ভয়ানক পরিস্থিতি।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বিনি গান্টজ সাংবাদিকদের বলেন, দীর্ঘস্থায়ীভাবে শান্তি অর্জন না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী ধারাবাহিকভাবে একশনে যাবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন