গাজায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের, জবাবে ১,৫০০ রকেট হামলা হামাসের

  13-05-2021 12:54PM

পিএনএস ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বিধ্বস্ত হয়ে গেছে পুরো গাজা নগরী।

ইসরায়েলের ভয়াবহ এই হামলায় গাজার একটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। হামলা শুরুর পর থেকে বৃহস্পতিবার সকালে রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ শিশু ও ৮ নারীসহ ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৯০ জন। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গাজার বিভিন্ন স্থানে বিমান দিয়ে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় হামাসের গাজা সিটি কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর একটি ভবন বিধ্বস্ত হয়েছে। গাজা সিটি সংলগ্ন তেল আল-হায়া শহরতলিতে ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি আর্মি জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে কমপক্ষে ১,৫০০ রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে এক শিশুসহ কমপক্ষে ৬ ইসরায়েলি নিহত হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন