যে ব্লগ লিখে ৯ বছর ধরে কারাগারে সৌদি ব্লগার রাইফ বাদাউয়ি

  18-06-2021 11:22AM


পিএনএস ডেস্ক: ব্লগ লিখে ‘ইসলাম অবমাননা’র অভিযোগে ৯ বছর ধরে কারাগারে আছেন সৌদি আরবের ব্লগার রাইফ বাদাউয়ি। ধর্মনিরপেক্ষতা সমর্থনের মাধ্যমে ‘ইসলাম অবমাননা’র অভিযোগে ২০১২ সালের জুন মাসে তাকে আটক করা হয়।

এরপর অভিযোগ প্রমাণিত হলে ২০১৪ সালে বাদাউয়িকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দুই কোটি ২৮ লাখ টাকা জরিমানা ও তাকে এক হাজার বার দোররা মারার নির্দেশ দেওয়া হয়। খবর ডয়চে ভেলের।

আন্তর্জাতিক চাপে বাদাউয়ির কারাদণ্ডের মেয়াদ না কমলেও বেত্রাঘাতের সংখ্যা কমেছে। ২০১৫ সালের জানুয়ারিতে একটি মসজিদের সামনে প্রকাশ্যে তাকে ৫০ বার বেত্রাঘাত করা হয়। এরপর আর তাকে ওই শাস্তি পেতে হয়নি।

আদালতের রায় অনুযায়ী ১০ বছর কারাভোগের পর আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার।

নিজের তৈরি ওয়েবসাইট ‘ফ্রি সৌদি লিবারেলস' এ ব্লগ লিখতেন বাদাউয়ি।

এদিকে, বাদাউয়ির মুক্তির দাবিতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন অতীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ১৭ জুন বাদাউয়ির কারাবন্দির নয় বছর পূর্তিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়ন বাদাউয়িকে শাখারভ পুরস্কার দিয়েছে। ওই বছরই ডয়চে ভেলের ফ্রিডম অব স্পিচ অ্যাওয়ার্ডও পান বাদাউয়ি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন