পাবজি গেম লাইভ স্ট্রিমিং, ইউটিউবার গ্রেফতার

  19-06-2021 02:30PM

পিএনএস ডেস্ক : জনপ্রিয় অনলাইন গেম পাবজির লাইভ স্ট্রিমিং করেছিলেন তিনি। তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সেই লাইভে নারীদের উদ্দেশে অশ্লীল ভাষা এবং কুরুচিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন।

গ্রেফতার হয়ে এখন কারাগারে সময় কাটছে এই ইউটিউবারের।

ঘটনাটি ভারতের চেন্নাইয়ের। নারীদের কুরুচিকর মন্তব্যকারী ওই ইউটিউবারের নাম মদন কুমার।

ভরতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চেন্নাইয়ের ধর্মপুরী এলাকা থেকে ওই ইউটিউবারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তার স্ত্রী কৃতিকাকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়। এই দম্পতির বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আছে। যেখানে সাব্সক্রাইবারের সংখ্যা ৮ লাখের বেশি।

স্ত্রীসহ ইউটিউবার মদনকে গ্রেফতারের বিষয়ে চেন্নাই পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের এক বাসিন্দা সম্প্রতি মদনের ইউটিউব চ্যানেলগুলো বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়, মদনের ইউটিউব চ্যানেলগুলোর সাবস্ক্রাইবদের অধিকাংশই ১৮ বছরের নিচে। এগুলোর মধ্যে কয়েকটির নাম - টক্সিক মদন ১৮+, পাবজি মদন গার্ল ফ্যান। মদনের ওই সব চ্যানেলের ভিডিওগুলোতে অশালীন শব্দ প্রয়োগ করা হয়। নারীদের অসম্মান করে অনেক কটূ কথা বলা হয়।

সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তের পর গ্রেফতার হন মদন ও তার স্ত্রী কৃতিকা।

মদনের আগাম জামিনের আবেদনের শুনানিতে ভিডিও বক্তব্য শুনে উষ্মা প্রকাশ করেছেন মাদ্রাজ হাইকোর্ট।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন