কুর্দিপন্থী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে তুরস্কের আদালত

  22-06-2021 11:01AM


পিএনএস ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি-কে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির উচ্চ আদালত। এইচডিপি হচ্ছে তুরস্কের জাতীয় সংসদে তৃতীয় বৃহত্তম দল।

গতকাল (সোমবার) সাংবিধানিক আদালত তুরস্কের শীর্ষ পর্যায়ের কৌঁসুলির দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করেছে তবে দলটির তহবিল জব্দের জন্য ব্যাংক একাউন্ট বন্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু একথা জানিয়েছে।

আনাদোলুর খবরে বলা হয়েছে- তুর্কি আপিল আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগপত্রটি গ্রহণ করেন। এখন এইচডিপি-কে নিজের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের সুযোগ দেয়া হবে।

চলতি মাসের প্রথম দিকে তুর্কি কৌঁসুলিরা এইচডিপি-কে নিষিদ্ধ করার জন্য সাংবিধানিক আদালতে আর্জি পেশ করেন। দলটির হাজার হাজার নেতা-কর্মী রয়েছেন। দলের শীর্ষ নেতা মিহাত সানসার বলেছেন, তারা দৃঢ়ভাবে এ মামলা মোকাবেলা করবেন যার কোনো আইনগত ভিত্তি নেই। আদালতের এ পদক্ষেপকে তিনি ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন