ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো আর নেই

  24-06-2021 11:23AM


পিএনএস ডেস্ক: মারা গেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

অ্যাকুইনোকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কমপক্ষে পাঁচ মাস ধরে কিডনির ডায়ালাইসিস করছিলেন এবং সম্প্রতি হার্টের অপারেশন করেছেন।

দেশটির সুপ্রিমকোর্টের বিচারপতি মারভিক লিওনেনকে অ্যাকুইনো নিয়োগ দিয়েছিলেন ২০১২ সালে। তিনি এক বিবৃতিতে বলেন, সকালে সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর খবর আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। আমি তাকে একজন দয়ালু মানুষ হিসেবেই জানতাম। মানুষের সেবা করাটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন