চীনের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কার পাচ্ছে সেই উহান ইনস্টিটিউট

  24-06-2021 03:53PM

পিএনএস ডেস্ক : ল্যাব দুর্ঘটনার মাধ্যমে করোনা ছড়ানোর জন্য চীনের যে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিকে অভিযুক্ত করছে অনেক দেশ, সেটি এখন চীনের সর্বোচ্চ বিজ্ঞান বিষয়ক পুরস্কার পেতে যাচ্ছে।

স্থানীয় গণমাধ্যম সিনা নিউজ জানিয়েছে, করোনার বিষয়ে অসামান্য গবেষণার স্বীকৃতি হিসেবে পুরস্কারটি পাচ্ছেন সেখানকার বিজ্ঞানীরা।

শুধু ইনস্টিটিউটকেই নয়, বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে এই প্রতিষ্ঠানের প্রধান শি ঝেংলি-কে। দেশে তাকে ‘ব্যাটওম্যান’ বলা হয়।

বিশ্বের বহু বিজ্ঞানীর বিশ্বাস, ঝেংলি-র ল্যাব থেকেই কোনো ভাবে ভাইরাস ছড়িয়েছে।

ঝেংলি সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘কী ভাবে প্রমাণ দেব! যার কোনো প্রমাণই থাকার কথা নয়, দুনিয়া ঘুরে তার প্রমাণ নিয়ে আসব কোথা থেকে।’

চীন যখন করোনা প্রতিরোধের সাফল্য উদ্যাপন করছে, গোটা বিশ্ব তখন দিশেহারা। দেশে দেশে সৃষ্টি হচ্ছে নতুন ভ্যারিয়েন্ট।

২০২০ সালের জানুয়ারিতে রেডিও ফ্রি এশিয়া দাবি করে, ভাইরাস নিয়ে গবেষণার জন্য চীনের সবচেয়ে উন্নত প্রযুক্তির গবেষণাগারটি হচ্ছে এই উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি। প্রতিষ্ঠানটিতে মরণঘাতী ভাইরাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা চালানো হয়।

বিতর্কিত জৈব অস্ত্র কর্মসূচি পরিচালনার বিষয়টি সব সময় অস্বীকার করে আসছে চীন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন