ইতালিতে জরুরি অবস্থা জারি

  26-08-2016 11:05AM


পিএনএস ডেস্ক: ইতালিতে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। এ অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

পরিস্থিতি মোকাবেলায় ৫০ মিলিয়ন ইউরো ফান্ডের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাতেও রেনজি। এ ছাড়া তাদের জন্য ট্যাক্স মওকুফ করে ‘ইতালিয়ান হোমস’ নামে এক প্রকল্পের ঘোষণা দিয়েছেন তিনি।

এ ছাড়া আফটার শকের কারণে ৫ হাজার উদ্ধারকর্মীদের উদ্ধার তৎপড়তাও ব্যাহত হচ্ছে।

বুধবার ইতালির মধ্যাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর হতে থাকে পরাঘাত (আফটার শক)।

শক্তিশালী ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৫০ জনে গিয়ে ঠেকেছে। আহত হয়েছে ৩৬৫ জন। ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। -সংবাদমাধ্যম

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন