‘আল্লাহু আকবার’ শ্লোগান শোনে পালিয়ে গেল ভারতীয় সীমান্ত বাহিনী

  01-10-2016 08:48AM



পিএনএস ডেস্ক: নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক-ভারত সীমান্ত রক্ষীদের গোলাগুলির পর ভারতীয় সীমান্ত বাহিনী যুদ্ধময়দান ছেড়ে পালিয়ে গেছে, এমন দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। শুক্রবার দেশটির উর্দূ দৈনিক খাবরিন ‘আল্লাহু আকবার শ্লোগানে পালিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী’ শিরোনামে এক খবরে বলা হয়, ভারত ওয়াহাগা সীমান্তের পতাকা বৈঠক বাতিল করেছে। ভারতীয় মিডিয়া সূত্রে বিএসএফ তাদের জনগণকে সীমান্তে এসে গোলাগুলির পরবর্তী ঘটনা দেখতেও নিষেধ করেছে।’

এদিকে পতাকা বৈঠকে অংশ নিতে এবং গোলাগুলি পরবর্তী দৃশ্য দেখতে ওয়াহাগা সীমান্তে ভিড় করছে শত শত পাকিস্তানি। এসময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ’ বলে শ্লোগান দিতে থাকে।

নিউজে বলা হয়, পাকিস্তানিদের ‘আল্লাহু আকবার’ শ্লোগান শোনে সীমান্ত ছেড়ে পালিয়েছে গেছে ভারতীয় বাহিনী। বর্তমানে সীমান্তবর্তী ভারতের অংশে নীরবতা বিরাজ করছে।

এ আগে ভারতের সার্জিক্যাল অপারেশনের পাল্টা জবাবে পাকিস্তানের হামলায় ১৪ ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি উঠেছে। বৃহস্পতিবার রাতে এমন খবর জানায় পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো। তবে দেশটির সেনাবাহিনী দাবি করছে, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান বাহিনীর হামলায় ভারতীয় আট সেনা নিহত হয়েছেন। এদিকে, ভারতীয় সেনাবাহিনীর বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো পাকিস্তানের দাবি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। আস

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন