সার্জিক্যাল স্ট্রাইক কি?

  01-10-2016 11:35AM


পিএনএস ডেস্ক : কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষের দাবি। অন্যদিকে পাকিস্তান এটাকে পুরোপুরি বিভ্রম বলে মন্তব্য করেছে। এ স্ট্রাইকে দু’পক্ষেই হতাহতের খবর পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে সেনা পরিভাষায় এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ মানে কী?

এককথায় বললে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা। পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম রেখে টার্গেট হাসিল করাই হল সার্জিক্যাল স্ট্রাইক। আত্মরক্ষার অধিকার আছে। আর সেই অধিকার থেকেই হামলা। এটাই হল সার্জিক্যাল স্ট্রাইক বা সার্জিক্যাল অ্যাটাক।

এর আগে ২০১৫-তে ভারতের মণিপুরে ভারতীয় সেনাদের উপর নাগা উগ্রপন্থিরা হামলা চালায়। আর তারপরই মিয়ানমার সরকারের সাথে কথা বলে সীমান্ত পেরিয়ে সেদেশের জঙ্গলে ঢুকে উগ্রবাদিদের ঘাঁটিগুলো ধ্বংস করেছিল বলে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। আন্তর্জাতিক দুনিয়ায় সার্জিক্যাল অ্যাটাকের সবচেয়ে বড় উদাহরণ হল পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের অপারেশন নেপুচ স্পিয়ার। সে অভিযানে রাতের অন্ধকারে নিহত হয়েছিলেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন