ধেয়ে আসছে ‘খুবই বিপজ্জনক’ হারিকেন ম্যাথিউ

  01-10-2016 02:23PM


পিএনএস ডেস্ক: ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে হারিকেন ম্যাথিউ। দ্রুত শক্তি সঞ্চয় করেছ এটি। এখন ৪ ক্যাটাগরির ঝড়ে পরিণত হচ্ছে এটি এবং জ্যামাইকা থেকে কিছুটা দক্ষিণে ক্যারিবিয়ান সাগর অতিক্রম করছে।

জাতীয় হারিকেন কেন্দ্র একে ‘খুবই বিপজ্জনক’ উল্লেখ করে বলেছে, বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৫০ মাইল (২৪০কিলোমিটার)।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, ম্যাথিউয়ের শক্তিমত্তায় তারতম্য হতে পারে। তবে রোববারের মধ্যে এটি শক্তিশালী হারিকেনে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

এটি জ্যামাইকা থেকে ৪৪০ মাইল দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়েছে। সোমবার নাগাদ এটি জ্যামাইকায় পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কলম্বিয়ার উপকূলীয় অঞ্চলগুলোতে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। হাইতিতে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের প্রভাবে শক্তিশালী বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

শনিবার রাত বা রোববার সকালে দেশটিতে প্রবল বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝড় বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ম্যাথিউ ১ ক্যাটাগরির হারিকেনে পরিণত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন