আল্লাহর অনুগ্রহ লাভের আমল

  27-11-2016 06:44AM

পিএনএস, ইসলাম : আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামগুলোর আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহর গুণবাচক সব নামের আমলে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। (اَلْبَصِيْرُ) ‘আল-বাসিরু’ আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি। যার অর্থ হলো- ‘দ্রষ্টা; যিনি সব কিছু দেখেন’

আল্লাহর গুণবাচক নাম (اَلْبَصِيْرُ) ‘আল-বাসিরু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-বাসিরু’
অর্থ : ‘দ্রষ্টা; যিনি সব কিছু দেখেন।’

ফজিলত
>> যে ব্যক্তি ফজরের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلْبَصِيْرُ) ‘আল-বাসিরু’ নামটি একনিষ্ঠ নিয়তে ১০০ বার পাঠ করবে। মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি বিশেষ অনুগ্রহের দৃষ্টি দান করবেন।

>> জুমআ’র নামাজের পর আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلْبَصِيْرُ) ‘আল-বাসিরু’ নামটি ১০০ বার পাঠ করলে অন্তরে নূর সৃষ্টি হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটি নিয়মতি আদায় করে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করার তাওফিক দান করুন। আমিন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন