স্মার্টফোনের জন্য সেরা ১০ ইসলামিক অ্যাপ

  31-12-2016 08:01AM

পিএনএস ডেস্ক : স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ইসলামের আলোকে জীবন সাজাতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে অসংখ্য ইসলামিক অ্যাপস। যা মানুষকে নৈতিক ও মানবিকতার স্বর্ণ শিখরে আরোহন করতে সহায়তা করবে।

অপসংস্কৃতির আগ্রাসন থেকে বেঁচে থাকতে আপনার স্মার্টফোনকে সেরা ১০টি ইসলামিক অ্যাপস দিয়ে সাজিয়ে নিতে কুরআন-হাদিস-দোয়া এবং ইসলামিক বইয়ের কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস তুলে ধরা হলো-

আল হাদিস
হাদিসের তাহকিক সহ ২৮ হাজারেরও অধিক হাদিস সমৃদ্ধ অ্যাপস আপনার স্মার্টফোনে ইনস্টল করতে ক্লিক করুন-

অর্থসহ কুরআন
সহজভাবে কুরআনুল কারিমের অনুবাদ ও অন্যান্য বিষয় পড়তে ইনস্টল করতে পারেন এ অ্যাপসটি।

ইসলামিক বই
হাদিসের তথ্য সমৃদ্ধ বইসহ অন্যান্য ইসলামিক বই পড়তে ইনস্টল করুন এ অ্যাপসটি।

Hadith Collection (All in one)
হাদিসের ইংলিশ ভার্সণ সংগ্রহ করতে ইনস্টল করুন এ অ্যাপসটি।

কুরআন তাফসির
শব্দে শব্দে কুরআনের অর্থ এবং তাফসির সমৃদ্ধ একাধিক অনুবাদ তথা মাল্টিপল চয়েজের গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি অ্যাপসটি ইন্সটল করুন।

দোয়া ও জিকির
গুরুত্বপূর্ণ দোয়া জিকির সমৃদ্ধ বই ‘হিসনুল মুসলিম’ পড়তে ইন্সটল করুন এ অ্যাপসটি।

কুরআনের ইংলিশ অনুবাদ
ইংরেজি ভাষাভাষীদের জন্য ইংরেজিতে অনুবাদে সমৃদ্ধ কুরআনের একটি সুন্দর অ্যাপস ইন্সটল করতে ক্লিক করুন।

ছালাতুর রাসুল
সহিহভাবে নামাজ আদায় করতে নামাজের অ্যাপস ইন্সটল করে নিন।

অর্থপূর্ণ নামাজ
নামাজের পঠিত বিষয়গুলোর বিস্তারিত অর্থসহ পড়তে ইন্সটল করুন এ অ্যাপসটি।

ইসলামিক আর্টিকেল
গুরুত্বপূর্ণ ও সুন্দর ইসলামিক আর্টিকেল পড়তে স্মাটফোনে ইন্সটল করুন এ অ্যাপসটি।

যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের ফোনের স্ক্রীনে ইসলামিক বিনোদন ও ইসলামিক বিষয়াবলীতে সমৃদ্ধ থাকুক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দৈনন্দিন জীবনে কুরআন-হাদিস-জিকির ও দোয়ার মাধ্যমে জীবন গঠন করার তাওফিক দান করুন।
আমিন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন