কুরআনের আদি পাণ্ডুলিপি ২৫ হাজার ডলারে বিক্রি

  16-04-2017 11:58AM

পিএনএস ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মরক্কো। মরক্কোর হস্তশিল্প বিষয়ক একটি কোম্পানি প্রথমবারের মতো কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি নিলামের ব্যবস্থা করেন। এ নিলামে কুরআনুল কারিমের একটি প্রাচীন পাণ্ডুলিপি ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশী টাকায় প্রায় ২০,০০,০০০/- (কুড়ি লাখ টাকা)।

কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি নিলামে ২০৭টি পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়। যার অধিকাংশই ১৬ শতকের দিকে হস্তলিখিত।

সবচেয়ে বেশি অর্থে বিক্রিত ৩১৩ পৃষ্ঠার পাণ্ডুলিপিটি মরক্কোর প্রসিদ্ধ আন্দালুসীয় বর্ণমালায় কালো কালিতে লিখিত। প্রতিটি পৃষ্ঠায় ৩২ লাইন লেখা রয়েছে। নিলাম থেকে প্রাপ্ত ২৫ হাজার ডলার স্থানীয় একটি দাতব্য সংস্থায় দান করা হয়েছে।

কুরআনের এই প্রাচীন পাণ্ডুলিপিটি মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাংকায় বসবাসকারী এক পরিবারের কাছে কয়েক শতাব্দী ধরে সংরক্ষিত ছিল। এটি তারা উত্তরাধিকারসূত্রে এ দীর্ঘ সময় সংরক্ষণ করে আসছেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন