তাফিমুল কুরআন থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এর তাফসীর

  03-08-2017 11:39AM

পিএনএস ডেস্ক: ইসলাম মানুষকে একটি বিশেষ সভ্যতা ও সংস্কৃতি শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটি কাজ শুরু করার আগে আল্লাহ্‌র নাম উচ্চারণ করা সভ্যতা ও সংস্কৃতির একটি রীতি। সচেতনতা ও আন্তরিকতার সাথে এ রীতির অনুসারী হলে অনিবার্যভাবে তিনটি সুফল লাভ করা যাবে।

১। মানুষ অনেক খারাপ কাজ করা থেকে নিষ্কৃতি পাবে। কারণ আল্লাহর নাম উচ্চারণ করা অভ্যাস তাকে প্রত্যকটি কাজ শুরু করার আগে একথা চিন্তা করতে বাধ্য করবে যে, যথার্থই এ কাজে আল্লাহ্‌র নাম উচ্চারণ করার কোন ন্যায়সঙ্গত অধিকার তার আছে কি না?

২। বৈধ ও সঠিক ও সৎকাজ শুরু করতে গিয়ে আল্লাহ নাম নেয়ার কারণে মানুষের মনোভাব ও মানুষিকতা সঠিক দিকে মোর নিবে। সে সবসময় সবচেয়ে নির্ভুল বিন্ধু থেকে তার কাজ শুরু করবে।

৩। এক্ষেত্রে সবচেয়ে বড় সুফল হচ্ছে এই যে, আল্লাহর নামে যখন সে কাজ শুরু করবে তখন আল্লাহর সাহায্য, সমর্থন ও সহায়তা তার সহযোগী হবে। তার প্রচেষ্টায় বরকত হবে।শয়তানের বিপর্যয় ও ধ্বংসকারিতা থেকে সংরক্ষিত রাখা হবে। বান্দা যখন আল্লাহুর দিকে ফেরে তখন আল্লাহ্‌ ও বান্দার দিকে ফেরেন, এটাই আল্লাহ্‌র রীতি।

পিএনএস/মো: কামাল হোসেন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন