অযুর সঠিক বিবরণ

  04-08-2017 02:56PM

পিএনএস ডেস্ক: অযুর আভিধানিক ও পারিভাষিক শব্দার্থ “অযু” যার অর্থ সুন্দর, সৌন্দর্য, পরিচ্ছন্ন, উজ্জ্বল, পবিত্র ইত্যাদি। পরিভাষায় অযু হল ইবাদতের উদ্দেশ্য সুনির্দিষ্ট অঙ্গসমূহ ধৌত ও মাছেহ করা।

অযু সংক্রান্ত বিশেষ কথা হলো অযু একটি বিশেষ আমল। উহা ভিন্ন নামায হবে না। অযু ছাড়া সিজদা, কুরআন স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অযু সম্পর্কে আল্লাহ্‌ বলেন "হে মুমিন গন । যখন তোমরা সালাতের জন্য উঠ তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর, তোমাদের মাথা মাসেহ কর এবং পদযুগল গিটসহ ধৌত কর।" (মায়িদাহঃ৬)

অযুর নিয়মাবলী: অযু করার পূর্বে শরীরের কোন অঙ্গে কোন নাপাকি থাকলে প্রথমে তা পরিষ্কার করতে হবে। অতঃপর “বিসমিল্লাহির রহমানির রহীম” পাঠ করে উচু স্থানে বসে কিবলামূখী হয়ে অযু আরম্ভ করবে। যদি এরূপ অবস্থা বিদ্যমান না থাকে তাতে অন্য দিকে করলেও চলবে।

১। দুই হাতের কব্জি পর্যন্ত একবার ধৌত করা ফরয। দুই হাত কব্জি পর্যন্ত তিনবার ধৌত করা সুন্নত।
২। অতঃপর তিনবার কুলি করা সুন্নত।
৩। তিনবার নাকে পানি প্রবেশ করানো এবং ঝেরে ফেলা সুন্নত।
৪। মুখমণ্ডল ধৌত করা অর্থাৎ এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত কপালের উপরের চুলের গোরা থেকে থুতনির নীচ পর্যন্ত এবং ঘন দাঁড়ি বিশিষ্ট লোকদের দাঁড়ি খেলালসহ একবার ধৌত করা ফরয। আর তিনবার সুন্নত।
৫। দুহাতের কনুই পর্যন্ত একবার ধৌত করা ফরয এবং তিনবার সুন্নত।
৬। মাথার চার ভাগের একভাগ মাছেহ করা ফরয। পূর্ণ মাথা মাসেহ করা সুন্নত।
৭। দু পায়ের টাখনুসহ একবার ধৌত করা ফরয। আর তিনবার করা সুন্নত।
(আকাশের দিকে তাকিয়ে “কালীমা শাহাদাৎ” পাঠ করা উত্তম।)

অযু ব্যতীত নিষিদ্ধ কাজ: * বিনা অযুতে সিজদাহ করা * বিনা অযুতে কুরআন স্পর্শ করা * বিনা অযুতে সালাত তথা নামায পড়া ।

যে অবস্থায় অযু ফরয:
১। প্রত্যেক সালাতের (নামাজের) জন্য অযু ফরয। আর সে সালাত (নামাজ)ওয়াজিব হউক আর সুন্নত হউক বা নফল।
২। জানাযার নামাজের জন্য।
৩। সিজদায়ে তিলাওয়াতের জন্য।
৪। যে কোন সিজদার জন্য অযু করা।

এই লেখাগুলো “কুরআন হাদিসের আলোকে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা” বই থেকে সংগ্রহীত।


পিএনএস/মো: কামাল হোসেন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন