আজ শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা

  01-09-2017 02:55PM

পিএনএস ডেস্ক: সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাত ময়দানে মসজিদে নামিরায় বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

এখন ২০ লাখ মুসলিম আরাফাতের ময়দানেই অবস্থান করছেন। সৌদির স্থানীয় সময় সূর্যাস্তের পর আল্লাহর মেহমানরা রওয়ানা দেন মুজদালিফার দিকে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করেন এবং পরে সেখানেই রাতযাপন করেন।

এর আগে হজের প্রধান উকুফে আরাফায় প্রায় ২০ লাখ হজ পালনকারী আরাফাতের ময়দানে সমবেত হন। ধবধবে সাদা ইহরাম কাপড় পরা মুসল্লিরা জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করেন।

এদিকে আজ শুক্রবার ফজরের নামাজ শেষে হাজিরা আবার ফিরে আসবেন মিনায়, যেখানে তাঁবুতে তারা রয়েছেন গত দুই দিন ধরে।

শুক্রবার সকালে জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করে এই নারী-পুরুষরা হবেন হাজি।

সৌদি আরবের সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী, বিশ্বের ১৭১টি দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার হজ করছেন, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা এক লাখ ২৭ হাজারের বেশি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন