ইসলামের পথে চীনা পর্যটক

  25-11-2017 11:37AM

পিএনএস ডেস্ক: ইরানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক চীনা যুবক। দেশটির কাশান অঞ্চলের অদূরে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীর (আ.) পুত্র হজরত মুহাম্মদ হেলাল বিন আলীর পবিত্র মাজারে এসে তিনি ইসলাম ধর্মে দিক্ষিত হন বলে জানাগেছে । কাশানের ‘অরান ও বিদগেল’ নামক শহরে কয়েক দিন আগে শুদুশন নামের ওই চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে ইরানের রাষ্ট্রীয় প্রকাশিত হয়েছে।

মহান আল্লাহর ওপর ভরসা করার বিষয় ও বিশ্বনবী হজরত মুহাম্মদের (সা.) পবিত্র আহলে বাইতের প্রতি এ অঞ্চলের জনগণের গভীর ভালোবাসা এবং মহানবীর (সা.) পবিত্র বংশধরদের ওয়াসিলা ধরে মোনাজাত করার বিষয়গুলো তাকে মুগ্ধ করেছে বলে জানান এই নওমুসলিম।

নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে ওই চীনা ওই পর্যটক বলেছেন, এখন আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হল।

জানাযায়, কিছুকাল আগে তিনি ইরানের ইস্পাহান প্রদেশ এবং অরান ও বিদগেল শহর সফর করেন। তিনি হেলাল বিন আলীর (আ.) পবিত্র মাজারে স্থানীয় জনগণের ধর্মীয় রীতি-নীতি পর্যবেক্ষণ করেন। ২৩ বছর বয়সী এ নওমুসলিম নিজের নতুন নাম রেখেছেন মুহাম্মদ আলী।

চীনে ফিরে যাওয়ার সময় তিনি নিজ পরিবারের জন্য সবচেয়ে ভালো উপহার হিসেবে পবিত্র কোরআনের একটি কপি সংগ্রহ করেছেন।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন