জাহান্নামীরা কি কখনো জান্নাতে যেতে পারবে?

  29-01-2018 02:51PM

পিএনএস ডেস্ক:নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : মানুষ তো মৃত্যুর পরে জান্নাত বা জাহান্নামে যাবে। হুজুররা বলেন, কিছু মানুষ জাহান্নাম থেকে আবার জান্নাতে আসবে।

আমার প্রশ্ন হচ্ছে, যারা জাহান্নামে যাবে তারা কি জান্নাতে আসবে, নাকি যারা জাহান্নামে আছে তারা জাহান্নামেই থাকবে?

উত্তর : আল্লাহ সুবহানাহু তায়ালা যাদের ক্ষমা করবেন অথবা যাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে, তাদের একদল জাহান্নাম থেকে জান্নাতে আসবে। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।

সুতরাং, জাহান্নাম থেকে জান্নাতে আসার সুযোগ আছে, আসতে পারবেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন