পবিত্র শবেমেরাজ ১৪ এপ্রিল

  18-03-2018 09:25PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের আকাশে রোববার পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ৩০ দিন পূর্ণ হবে জমাদিউস সানি মাসের। মঙ্গলবার থেকে রজব মাস গণনা শুরু হবে। এ হিসাবে ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লায়লাতুল মিরাজ পালিত হবে।

রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ. বি. এম আমিন উল্লাহ নূরী। উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মিজান-উল-আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম প্রমুখ।

ইসলাম ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন ২৬ রজব রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বেহেশতি যানে চড়ে উর্দ্ধাকাশে গমণ করেন। তিনি আল্লাহর সাক্ষাত পান। মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজের রাতে ফরজ করা হয়। সারাবিশ্বের মুসলমানরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন