আরাফতের ময়দানে জিয়া গাছ (নিম গাছ)

  06-09-2018 04:04PM

পিএনএস (আজাহার আলী সরকার) : শুনেছি কিয়ামতের পর আরাফাতের ময়দানে সব মানুষকে সমাবেত করা হবে। সেই ময়দানে সমবেত সব্বাই তখন কি বাংলাদেশের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের রোপন করা জিয়া সাজারাহ বা জিয়াগাছ, ওরফে নিমগাছ নিশ্চয়ই দেখতে পাবে? সেই জিয়াগাছ নিশ্চয়ই এই দেশের অনেকের মনে ঈর্ষার আগুন জ্বেলে দেবে! কেউ কেউ হয়তো সেসব গাছ ধ্বংস করে ফেলার আক্রোশে ফুঁসতে থাকবেন। কিন্তু তখন আক্রোশই সার! কারো কিছু করার ক্ষমতা থাকবে না।

আরাফাতের ময়দানে কত যুগ প্রেসিডেন্ট জিয়ার লাগানো নিমগাছ টীকে থাকবে জানি না কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার উচিত জেলখানাতেও একটা নিমগাছ লাগিয়ে ফেলা৷ সেই নিমগাছও কারও কারও মনে আগুন ধরিয়ে দেবে কিন্তু তখন তাদেরও কিছু করার থাকবে না। কারণ বন্দীদের গাছ কেটে ফেলার ক্ষমতা থাকে না। ম্যাডাম নিমের সাথে মেহেন্দি গাছও লাগাতে পারেন। সব বন্দীই মেহেন্দিপাতা-বাটা ব্যবহার করে মাথা ঠাণ্ডা রাখতে পারবেন। চুল তো আরও অনেকেরই ধবধবে সাদা হয়ে যাচ্ছে!

(লেখাটি লেখকের ফেসবুক ওয়াল থেকে নেওয়া)

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন