হাজিদের চোখে পানি দেখতে চাই না: ধর্ম প্রতিমন্ত্রী

  11-01-2019 03:01PM

পিএনএস ডেস্ক : হজ পালনকারীদের যেন কোনো সমস্যা পোহাতে না হয় তার সব ব্যবস্থা নেয়া হ‌বে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, হাজিদের চো‌খে পা‌নি দেখ‌তে চাই না।

তার মন্ত্রণালয়ের কোনো অনিয়ম মে‌নে নেয়া হ‌বে না ঘোষণা দিয়ে তিনি বলেছেন, কথা নয়, কাজ দিয়েই তা প্রমাণ করতে হবে।

প্রতিমন্ত্রী শুক্রবার দুপু‌রে গোপালগঞ্জ জেলা শহ‌রে তার নিজ বাসভব‌নে স্থানীয় সাংবা‌দিক‌দের সঙ্গে মতবি‌নিময় সভায় এসব ব‌লেন।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি নি‌জে দু‌র্নী‌তি কর‌ব না, কাউকে দুর্নী‌তি কর‌তে দে‌ব না। অন্য মন্ত্রণাল‌য় ধর্ম মন্ত্রণালয়ে স্বচ্ছতা থাক‌বে ব‌লে তি‌নি জানান।

এর আগে কোটালীপাড়া শেখ রা‌সেল ক‌লে‌জের শিক্ষকরা ফুল দি‌য়ে তাকে স্বাগত জানান। প‌রে তি‌নি টু‌ঙ্গিপাড়ায় গওহর ডাঙ্গা মাদ্রাসায় মতবি‌নিময় ক‌রেন এবং সাব হুজুর শামছুল হক ফ‌রিদপু‌রির কবর জিয়ারত ও জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধি জিয়ারত ক‌রেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন