ইজতেমার প্রথম মোনাজাত শেষ

  16-02-2019 11:26AM

পিএনএস ডেস্ক : বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সম কামনার মধ্যদিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম আখেরি মোনাজাত। ১০ টা ৪২ মিনিটে শুরু হওয়া মোনাজাত শেষ ১১টা ০৬ মিনিটে শেষ হয়।

এরআগে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয় এবারের দু’ভাগে বিভক্ত ইজতেমা। গেল দু’দিন ইবাদত বন্দেগি ও বয়ানের মধ্য দিয়ে চলে ৫৩তম বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখো মুসলমানের কণ্ঠে আল্লাহ আকবর ধ্বনিতে মুখর তুরাগ তীর।

তাবলিগ জামাত বাংলাদেশের শূরা সদস্য ও কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করেন। এর আগে হেদায়েতি বয়ান করেন বাংলাদেশের মাওলানা আবদুল মতিন।

চার দিনের এবারের ইজতেমায় সোমবার দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাতের মাধ্যমে ২০১৯ সালের কার্যক্রম শেষ হবে।

বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম আখেরি মোনাজাত করছেন একজন বাংলাদেশি। এ কারণে মোনাজাত আরবি ও বাংলা ভাষায় হবে বলে আশা করছেন অনেকেই। এতদিন তা আরবি ও উর্দু ভাষায় হয়ে আসছিল। শেষ দশকে ভারতের মাওলানা জোবায়ের, শেষ দুই বছরে মাওলানা সাদ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করেছিলেন। এছাড়া প্রায় এক দশক ধরে হেদায়েতি বয়ান করে আসছিলেন মাওলানা সাদ। হেদায়েতি বয়ান ও মোনাজাত বাংলায় হলে সেটি হবে বিশ্ব ইজতেমার ইতিহাসে প্রথম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন