যে মসজিদের আজান শুনে ইফতারি করা উচিত?

  22-05-2019 03:35PM

পিএনএস ডেস্ক: পবিত্র মাহে রমজানে রোজাদাররা মসজিদের আজান শুনে ইফতারি করেন। আসুন জেনে নেই কোন মসজিদের আজান শুনে একজন রোজাদারের ইফতার করা উচিত।

ইফতারের জন্য আজান শোনা শর্ত নয়। ইফতারের জন্য রাসুল (সা.) বলেছেন যে, ‘যখন সূর্য অস্ত যাবে আর রাত পশ্চিম দিক থেকে আগমন করবে এবং দিবস প্রস্থান করবে, তখন রোজাদার ব্যক্তি সিয়াম ভঙ্গ করবে, ইফতার করবে।’ সুতরাং, সূর্যাস্ত যদি নিশ্চিত হয়ে যায়, তাহলে ইফতার করা আপনার জন্য ওয়াজিব।

তবে আপনি যদি মসজিদে আজান শোনার জন্য অপেক্ষা করেন, সেই মসজিদের আজান যদি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হয়ে থাকে, তাহলে সেটাকে অনুসরণ করতে পারেন, জায়েজ রয়েছে। কিন্তু, আপনি যদি নিশ্চিত হন যে, মসজিদের আজান দেয় পাঁচ মিনিট দেরি করে অথবা ইমাম, মোয়াজ্জিম যারা আছেন তারা ইফতার করে তারপর আজান দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আজানের জন্য অপেক্ষা করবেন না, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবেন এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করাটিই হলো নবী করিম (সা.)-এর সুন্নাহ। আর দেরি করে ইফতার করা হলো সুন্নাহর পরিপন্থি কাজ। আল্লাহ তায়ালা আমাদের সহিহ বুঝ দান করুন। আমিন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন