জেনে নিন কাজা নামাজের হিসাব!

  21-06-2019 12:23PM

পিএনএস ডেস্ক:ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই নামাজ কাজা করা ঠিক নয়।

কাজা নামাজ বিষয়ে বিশিষ্ট আলেমদের মত, কাজা সালাতের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে এবং নিয়মিত সালাত আদায় করতে হবে। আর বেশি বেশি পরিমাণ নফল সালাত আদায় করতে হবে। এর জন্য উমরি কাজা নেই।

উমরি কাজা হচ্ছে, গোটা জীবনের সালাত হিসাব করা। আপনার বয়স কত হয়েছে, যেমন ধরুণ ৫০ বছর। এখন ৫০ বছরের মধ্যে কত দিন রয়েছে, দিনে পাঁচ ওয়াক্ত সালাতের হিসাব করে ৫০ বছরের কাজা সালাত আদায় করবেন, এ কাজটি রাসুল (সা.) বা সাহাবা কেরাম কারো বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়নি।

সুনির্দিষ্ট কোনো হকউল্লাহ যদি কেউ নষ্ট করে থাকেন, তাহলে তিনি আল্লাহর কাছে তওবা করবেন এবং তার ওপর যে ফরজ রয়েছে, সেই ফরজটুকু তিনি আদায় করবেন। ঠিক একই বক্তব্য সিয়ামের ক্ষেত্রেও।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন