ইসরায়েলে ১২০০ বছর আগের মসজিদের সন্ধান

  22-07-2019 07:06PM

পিএনএস ডেস্ক : ইসরায়েলের মরুভূমিতে প্রায় ১২০০ বছর আগের নির্মিত একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে।

এর আগে, ইসলামের শুরুর দিকে নির্মিত এরকম প্রাচীন মসজিদের সন্ধান পাওয়া গিয়েছিল জেরুজালেম ও মক্কায়।

বিবিসি জানায়, নেগেভ মরুভূমির রাহাত এলাকায় প্রায় ১২০০ বছর আগে মসজিদটির নির্মাণ করা হয়েছিল। বেদুইন শহরে ভবন নির্মাণের সময় এটির সন্ধান পাওয়া যায়।

প্রত্নতত্ত্ববিদরা বলছেন, এর আগে সন্ধানপ্রাপ্ত পুরোনো ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গেছে মসজিদটি সপ্তম কিম্বা অষ্টম শতাব্দীতে তৈরি করা হয়েছিল।

ইসরায়েলে প্রাচীনকাল নিয়ে গবেষণা পরিচালনাকারী কর্তৃপক্ষ আইএএ জানায়, ইসরায়েলের ওই এলাকায় এই প্রথম এতো প্রাচীন একটি মসজিদের খোঁজ পাওয়া গেল।

সংস্থাটির খনন বিষয়ক পরিচালক জন সেলিগম্যানের মতে, সারা বিশ্বে সন্ধানপ্রাপ্ত প্রাচীন মসজিদের মধ্যে এটি খুব বিরল হতে পারে বলে তারা ধারণা করছেন।

গবেষকরা বলছেন, স্থানীয় কৃষকরাই এই মসজিদে নামাজ পড়তে যেতেন বলে তারা মনে করছেন।

দেখা গেছে, মসজিদের ভবনটি একটি খোলা জায়গায় এবং এটি আয়তাকার। সেখানে একটি মিরহাবও আছে যেটি দক্ষিণে কেবলা মক্কার দিকে মুখ করা।

ধারণা করা হচ্ছে, ইসলাম ধর্ম প্রবর্তনের পরপরই ওই এলাকায় যেসব মসজিদ নির্মাণ করা হয়েছিল এটি সেগুলোর একটি।

ইসলামি ইতিহাসবিদ গিডন অভনি বলেন, “৬৩৬ খৃস্টাব্দে আরবরা বাইজানটাইন প্রদেশ দখল করে নেওয়ার পর এসব মসজিদ নির্মাণ করা হয়েছিল।”

তিনি বলেন, “এই গ্রাম ও মসজিদের সন্ধান পাওয়ার ঘটনা সেসময়কার ইতিহাসের জন্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন