যেমন কর্ম তেমন ফল

  17-10-2016 07:32PM

পিএনএস : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সে লাশ বহনে বাধা দেয়ায় দুই দালালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢামেক জরুরি বিভাগের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- তানভির এবং আবির।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, আমাদের কাছে সংবাদ ছিল যে ঢামেক জরুরি বিভাগের সামনে কিছু দালাল আছেন যারা বাইরের থেকে আসা কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দিলেও এখান থেকে রোগী নিয়ে বের হতে দেয় না।

তিনি আরও বলেন, সোমবার ঢামেক হাসপাতালে গুরু পদদার নামে এক রোগী মারা যায়। তার মরদেহ বহন করে নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসেন তার স্বজনেরা। কিন্তু দণ্ডপ্রাপ্ত তানভির ও আবির মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে দেয় না। এ সময় আমরা তাদের আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিই।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন