ইডেনের উপাধ্যক্ষ হত্যায় চালক ফের রিমান্ডে

  23-10-2016 05:00PM

পিএনএস ডেস্ক : রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় ইডেন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর আলী হোসেন মালিক হত্যা মামলায় চালক মাসুদ মল্লিকের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার রিমান্ডের আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে মাসুদকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার উপ-পরিদর্শক আসিফ ইকবাল। মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে গত ১৯ অক্টোবর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন অপর দুই আসামি সায়েদ ফকির ওরফে সাইফুল এবং সুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

একই মামলায় গ্রেপ্তার অফিস সহকারী সেলিম মিয়া দুই দফায় রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

গত ১১ অক্টোবর ভোরে ডিওএইচএসে ২ নম্বর রোডের ৫৩/এ বাড়ির চতুর্থ তলায় আলী হোসেন মালিককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন