খুলনায় অস্ত্র মামলায় দুই জনের ১৭ বছর কারাদণ্ড

  26-10-2016 12:01AM

পিএনএস: অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দুই ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।

খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডিতরা হলেন খুলনার তেরখাদা উপজেলার আড়পাংশিয়া গ্রামের রসুল মল্লিকের ছেলে বাশার মল্লিক (৩০) ও ফিলফানগর গ্রামের মনিরুল ইসলাম মোল্লার ছেলে রাজু মোল্লা (২০)। দুইজনই পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতে তেরখাদা উপজেলার বিজয়নগর গ্রামের চিত্রা নদীর পাড় থেকে সন্দেহজনক ঘোরাফেরা করায় বাশার ও রাজুকে অটক করে পুলিশ।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি পাইপগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

আদালতের এপিপি আখতারুজ্জামান খান জানান, ওই ঘটনায় এসআই মিল্টন সরকার বাদী হয়ে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার এসআই প্রবীর কুমার চক্রবর্তী আদালতে অভিযোগপত্র দেন।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন