গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে জরিমানা

  29-11-2016 08:14PM

পিএনএস: রাজধানীর গুলশান-২ এলাকার ‘ধানসিঁড়ি’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ডিএনসিসি’র পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে রেস্তোরাঁটির অস্বাস্থ্যকর রান্নাঘর, ট্রেডমার্কবিহীন পণ্য বিক্রি ও কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকায় এ জরিমানা করা হয়েছে।

পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে রেস্তোরাঁটির বিরুদ্ধে একটি মামলাও করা হয়।

এছাড়া মালিকপক্ষ বা কর্তৃপক্ষের কেউ উপস্থিত না থাকায় একই এলাকায় অবস্থিত ‘কাপপা কফি’ রেস্তোরাঁটি সিলগালা করে দেওযা হয় বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন