জামিন পেলেন ‘সাগর বাহিনীর’ ১৩ সদস্য

  01-12-2016 07:12PM

পিএনএস: সুন্দরবনের ‘জলদস্যু সাগর বাহিনীর’ প্রধানসহ ১৩ সদস্যকে জামিন দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বৃহস্পতিবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক এ আদেশ দেন।

এরা হলেন বাহিনীর প্রধান আলমগীর শেখ ওরফে সাগর (৩৫), কামরুল ফকির (২৭), আবদুল মালেক (৩৮), কাদের শেখ (৩৮), হাফিজুর রহমান শেখ (৪৬), কবীর শেখ (৩৪), দেলোয়ার শেখ (৩৮), হাসান সরদার (২২), নান্না ফকির (২৯), তৌহিদুল ইসলাম (৪৩), রাজু শেখ (২৮), লিটন হাওলাদার (৩৪) ও তরিকুল গাজী (৩২)।

গত ১৯ অক্টোবর ‘জলদস্যু সাগর বাহিনীর’ ১৩ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করেন। সে সময় আটটি বিদেশি একনালা বন্দুক, তিনটি দেশি একনালা বন্দুক, একটি বিদেশি দোনালা বন্দুক, দুটি পয়েন্ট ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, চারটি এলজি, দুটি বিদেশি কাটা রাইফেল ও ৫৯৬ রাউন্ড গুলি জমা দেন।

বাগেরহাটে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী বলেন, গত ১৯ অক্টোবর আত্মসমর্পণের পর থেকে ‘জলদস্যু সাগর বাহিনীর’ সদস্যরা বাগেরহাট জেলা কারাগারে আটক ছিলেন।

বৃহস্পতিবার বিকালে তারা আদালতে হাজির হয়ে জামিন চেয়ে আবেদন করলে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন বলে জানান তিনি।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন