সেনাবিদ্রোহে উসকানি মামলায় মামুনের ৩ মাসের জামিন

  06-12-2016 01:23AM

পিএনএস ডেস্ক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এক টেলিফোন আলাপে ‘সরকার উৎখাত ও সেনা বিদ্রোহে উসকানির’ মামলায় তিন মাসের জামিন পেয়েছেন জনৈক মো. মশিউর রহমান মামুন।

সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করেন।

একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে আদালত রুলও জারি করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ ও আবেদনের পক্ষে আইনজীবী গোলাম রসুল শুনানি করেন।

২০১৫ সালে মান্নার সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোনালাপের দু’টি অডিও ক্লিপ প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করে পুলিশ।

এরপর সেনাবিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের দুই মামলায় মান্না দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি আপিল বিভাগ থেকে জামিন নিয়েছেন। এছাড়া মান্নার সঙ্গে টেলিফোনে আলাপকারী অজ্ঞাত সেই ব্যক্তি মামুনকেও পরে পুলিশ গ্রেফতার করে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন