সাঁওতালদের উচ্ছেদ কেন : প্রধান বিচারপতি

  07-12-2016 01:51AM


পিএনএস ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল খামার এলাকা থেকে সাঁওতালদের কেন উচ্ছেদ করা হলো, এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের সময় ধর্মের কথা বলা হলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিষয়টিতে তো ধর্মের বিষয় ছিল না। তাহলে তাদের কেন উচ্ছেদ করা হলো?
মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘বিজয়া পুনর্মিলনী-২০১৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা করেন। অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
প্রধান বিচারপতি বলেন, ‘সংবিধানে মৌলিক অনুচ্ছেদে সবারই অধিকার সংরক্ষণ করা আছে। যারা সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে যারা অনুন্নত ও কম শিক্ষিত, তাদেরও স্বার্থ রক্ষিত। কিন্তু দেখা যাচ্ছে, যতই দিন যাচ্ছে, আমরা আমাদের স্বাধীনতার চিন্তা চেতনা থেকে সরে আসছি।’
এস কে সিনহা বলেন, ‘আজকে যে অশান্তির বীজ বপন করছি, তা এখনই যদি দুর না করি, তাহলে এটা মাথাচাড়া দিয়ে উঠবে। এবং প্রকট আকার ধারণ করবে।’
যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের প্রতিহত করতে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশে একটা উগ্রতার ভাব দেখা যাচ্ছে। এটা কিভাবে অতিক্রম করা করা যায় সেটা চিন্তা করতে হবে। তবে শুধু এ দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এটা রয়েছে। আমার আজকে দেখি পাকিস্তানে। সেখানে কিন্তু ধর্মান্ধতা উগ্রবাদ আমাদের থেকে বেশি। আফগানিস্তানে, যে সব এলাকা তালেবানদের দখলে আছে, সেখানে তারা সমাজ সংস্কৃতি ধংস করেছে। ইরাকে, সিরিয়াতে একই অবস্থা পাচ্ছি। ইসরাইলে এ অবস্থা পাচ্ছি। এটা আমার মনে হয়, প্রায় সারা পৃথিবীব্যাপী। এ উগ্রতা পৃথিবীর এক প্রান্তে হলেও এটা ক্রমে অন্য অঞ্চলে সংক্রমিত হয়। তাই আমাদের সজাগ থাকতে হবে, এটা প্রতিহত করার জন্য।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন